ছলে; বলে; তেলে; যখন দরকার যেটার
বিরোধ নেই, সাজিয়ে রাখো দরবার
প্রতিবাদী হও, আখের গোছানোর কারবার
মনকে বোঝাও; সুযোগ আসেনা বারবার
জিভ যতটা যায় চেটেপুটে কর সাবাড়
বাঁধা গতেই চলো; ভয় নেই হড়কাবার
দর্শনে ভাসো, ভয় নেই হারাবার
জাঁহাপনা, দুনিয়ায় কে বা কার।
প্রাগৈতিহাসিক কাকা জ্যাঠারা বেঁচে আছে কি
কেউ বোলবে না; ছিঃ ছিঃ
ম্যাক্রো থেকে মাইক্রো দোষের কি
মাইক্রো থেকে ন্যানোতে ভয় কি
সূত্রটা মনে রেখে এড়িয়ে চলো জী
বুলিটা অভ্যাস করে যাও – আমার কি !
সোনারপুর
১৫/০১/২১