অনুভবের কোষ গুলো সব ঝিমিয়ে থাকে  
কখনো বা অন্ধ এড়িয়ে চলার লক্ষে
এই বেশ ভালো আছি ভাবনার স্বপক্ষে
নেই কোন হেলদোল না লাগলে গায়ে
লুকিয়ে পালিয়ে বাঁচি অস্থির পায়ে
যদি কারো লাগে !  সেই নেবে বুঝে  
মনকে প্রবোধ দেই নানা ঘোর প্যাঁচে
দায়ী সময়, আমরা নয়, ভাসাই কথার বাঁকে।  

প্রথা, বর্ণ, শিক্ষার অজুহাতে পাই আত্মতুষ্টি
আখেরে কম হলেই নাড়াই সমাজের গুষ্টি
ভুলেই ভালো থাকি প্রতিদিন;  আয়নার কথা
ভুলের সৌরভে ঝাঁক বাঁধি বাড়াতে ব্যথা    
না জেনেই সবটুকু বকম বকম করেই থাকি
মতামত উপসংহারে, বাণী – আমার কি !

সোনারপুর
১৪/০১/২০২১