শৈশবে মা বলেছিল, মিথ্যে বললে পাপ হয়
বলেছিল পাপ হলে, মা মরে যায়
শিশু মন আতঙ্কে থাকত সব সময়
এখন খুব জানতে ইচ্ছে করে, কোনটা পাপ নয় !
বেঁচে আছে বনসাই হয়ে, কতকাল আগের বিশ্বাস
সত্য বলাতে লোকসান হয়নি এমন নয়
মন খোঁচা দেয়, কখনো বেসামাল হয়
কাউকে বলা যাবে না, জুটবে হয়ত শুধুই উপহাস।
রাজনীতি, সমাজ এগিয়ে চলে, নয় কে হয় করে
অসত্যের বন্যায় প্রতিষ্ঠা পায় ব্যবসা, পেশা
প্রতিষ্টার ধাপ ভাঙতে ভাঙতে ধরে নেশা
হরিত অরণ্য, তবুও দিনান্তে বিষাদের সুর ঝরে।
পথে পথে অনেক হল জানা, তবুও জানা হল না
পাপ কখন হয়, কিসে কিসে ছাড়
কখন হয় না, কিসে তার বাড়
মননের প্রসার বা অন্ধকার, কিছুতেই বোঝা গেল না।
সোনারপুর
১০.০২.২১