ভেবে নাকাল গুণী; বে-গুনী , রাস্তা গেল কোথায়
হাঁটতে নেমে হল বিপদ, আসে না কিছুই মাথায়
কাদের সাপ কাদের বিপদ ভরল কাদের থলে
গাছতলাটাই ছিল ভালো; এখন মুখ লুকিয়ে বলে
আকাল ছিল অভ্যেস ছিল; লড়াই করে বাঁচা
ডিম মুরগী দুটোই গেছে, এবার যাবে খাঁচা !
কেউ পেরেছে কেউ পারেনি, বুদ্ধি বীজের কারবার
কেউ ছেড়েছে কেউ নড়েছে, হতেই হবে তাঁবেদার
মান সম্মান বন্ধক রেখে, সহজ কিস্তির দেদার টাকা
যে পেরেছে সেই লুটেছে, লুটতে লুটতে ভান্ড ফাঁকা
তেলের কড়ায় ডুব দিয়ে, বে-গুনিরা হল গুণী এককথায়
কুর্সি প্রেমের পাট্টার জোরে, স্বর্গ মর্ত পাতাল ধায়।
বেদে চেনে সাপের হাসি, কখন কোথায় ঝাড়ে
হারিয়ে ঝাঁপি বে-খেয়ালে , বেতালের পায়ে পড়ে
বাঁচা চাচা রাগ করিস নি, না হয় বলছি ধরম বাপ
নাম ভাঙিয়ে আর খাবোনা, করে দে এবার মাপ
জঙ্গলের পথ জানাই ছিল, তবু লোভেই হল পাপ
কাজের মূল্য সময় কষে, বোঝাই যাচ্ছে সাফ।
সোনারপুর
০৩/০৩/২১