এ তুমি কেমন তুমি অভিমানে দূরে থাকো
হাস্নু-হেনার প্রেম ভুলে বিরহের মালা গাঁথো
সোহাগের পরশ ফেলে বিবশ নিশি একলা জাগো
রজত দীঘির থৈ থৈ জল ছেড়ে কলসির জল মাখো
এ তুমি কেমন তুমি মনের কোণে হিজিবিজি আঁকো।
জোছনা কি আগের মতো ও মনে দেয়না দোলা
মিষ্টি হাসির দুষ্টুমিতে ভাসে না কি মনের ভেলা
বাদাম কষে উজান স্রোতে ভুলেছ কি পাল তোলা
টুকরো কথার পাথর ভেঙে ভরছ শুধু মনের বেলা
দুঃখ গুলো সরিয়ে রেখে গাঁথি এসো সুখের মালা ।
এ তুমি কেমন তুমি করছ হিসেব হলুদ পাতায়
যে চোখে নাচত ওলি সেই চোখে কি এসব মানায়
হারলে কি হবে খুশী হাসবে আবার আগের মতো
সোহাগে ছড়িয়ে আতর বলবে তুমি কেমন আছো
এ তুমি কেমন তুমি অভিমানে দূরে থাকো ।
সোনারপুর
২৬/৪/২২