দুবেলা খাবার জোগাড় থাকলে মানুষ ভালো কথা ভাবে
চুলায় হাঁড়ি চড়লে, মনে গরম ভাতের স্বপ্ন জাগে
নেইয়ের সমাধান নেই, অশরীরী খিদে চাবকায় দাপটে
সামাজিক বিধান, নীতি কথা ভালো লাগে ভরা পেটে।
আচার বিচার অনুশাসন কিছুই মানে না ভুখা উদর
সব মেকী, সব ঝুট, খিদেই একমাত্র নিজ সহোদর
যে বিশ্বাস পারে না জুড়াতে অশরীর অনির্বাণ জ্বালা
স্বর্গ নরক এক হয়ে যায় বিনিময়ে ভাত এক থালা।
বহিরঙ্গের যত সাজ, রঙের তকমা, সব অনুশাসন
হেলায় ছুড়ে ফেলে, নেচে বেড়ায় উদরের দুঃশাসন
আলো অন্ধকার সব বরাবর, কেবল ভাতের কথা ভাবে
বিশ্বাস কোথায়, উদর কি জানে ? এডা কোন কামে লাগে ?
সোনারপুর
১৫/০৩/২১