মায়ের অভাব কি মাসীতে মেটে ?  
মন কি বলে পরিণতি দেখে    
অপরাধী মন কখন কান্নায় কাঁপে
লুকাতে না পারা অনুশোচনার তাপে !  
জ্ঞাতে বা অজ্ঞাতেই হোক অপরাধ
যন্ত্রণার দহন করে না রেয়াত।  

সোনারপুর
৩০/০৪/২০২৩