ভাবিনিতো দেখা হবে গোধূলি বেলায়
দেখা তবু হোল আবার পলাশের ছায়ায়  
যতই গিয়েছে দূরে পথ হেসেছে সময়
স্মৃতি গুলো সজীব হয়েছে থাকলে নিরালায়
ভাবিনিতো দেখা হবে গোধূলি বেলায়।  

ফুল ফুটলে প্রজাপতি সকালে দুটি মনে
গুনগুনিয়ে গাইত ভ্রমর সারাদিন গোপনে
ধরতে গেলেই উড়াল দিত ঝিলমিলিয়ে হেসে
ভালবাসার উড়িয়ে পরাগ প্রেমের নীলাকাশে
দুচোখের রংধনুতে জাগত কথা স্বপ্নের বুননে
তবুও পায়নি প্রকাশ রেখেছিলে শুধু মনে।

কি জানি কি করে দিন গেলো চলে
স্মৃতিরা চুপ ছিল কথা না বলে
কেন যে দোলেনি রঙের দোলায়  
ভেবো না তবুও ভুলে গিয়েছি তোমায়।  

সোনারপুর
২৮/০২/২০২৩