মুখের কথায় মন ভিজলেও কাজের কোথায় হয়
মহাগুণী সব দুর্জনেই রোজ যা বলেন বাস্তবে তা নয়
আইন চলে নিজের পথে তবুও ক্ষমতার হয় জয়
সত্য কথা কেউ বলে না ন্যায় কি অক্ষমের জন্য হয় ?
ধামাধরা বিত্তবান, ক্ষমতার প্রভাব খাটিয়ে যে সুবিধা পায়
গরীব ঐ মুটে মজুর সরল মানুষ থাকে শুধু আশায়
দিন গুনে তার সময় চলে যায় কপালের ভরসায়
বিনা অর্থে সব অনর্থ; আইন ও ঘুরিয়ে পথ দেখায়।
মন্ত্রী আমলা রাজ-চামচা দুষ্কর্মেও আইনি সহয়তা পায়
কথার প্যাঁচে বেকসুর খালাস, নির্দোষ করে হায় হায়
না থাকলে অর্থের জোর নিধিরাম, ন্যায়ালয়ে পায় ভয়
সোজা রাস্তায় হোঁচট খাবেই একথা নিশ্চিত বলা যায়।
সময় চুরি, জীবন চুরি, সত্য চুরি, চুরির সীমা অন্তহীন
মোটা প্রণামীর জ্ঞানী পেশাদার চোরের জন্য বাজায় বীণ
বিচারক ও ধমক খায় মহা সেবকদের বিরুদ্ধে গেলে
ন্যায়দন্ড ও হাওয়া বোঝে ঝুলেই থাকে খুড়োর কলে।
নামতে নামতে হারিয়ে গেছে তল, সর্ব ক্ষেত্রেই অতল
হাজার কথার নাগরদোলায় জীবন থেকে মৃত্যু শুধু ছল
সমাজ জীবনে আতঙ্কের ধস অপছন্দে সত্যের মৃত্যু হয়
নানা ভাবে বুঝিয়ে দেওয়া বাঁচার অধিকার অক্ষমের নয়।
সোনারপুর
৩০/০১/২৩