তুমি দূরে; আমি দূরে,  দূরে আছে কত গ্রহ তারা
অজানার কোণে কোণে কত রং করে খেলা
পরিচয় নেই তবু বন্ধু সবাই হাসি আর গানের মেলা    
এ পৃথিবী তাই এত সুন্দর হয়নি ভালোবাসা হারা।

হারানোর কিছু নেই গল্প হাসি আর গানের মাঝে
মনে মনে ফুল ফোটে খুশির সৌরভে দিন টলমল  
ক্লান্তির ছাপ মুছে যায় প্রাণে জাগে হাসি ঝলমল
সময়ের সাথে মানিয়ে নিয়ে হাসিটুকু থাক সকাল সাঁঝে।  

কাছে দূরে কাজের অবসরে, হৈ হৈ করে বেরিয়ে পড়া  
জীবন যন্ত্রণা সরিয়ে দূরে খানিক ভালো থাকা
জন্মের আগে; মৃত্যুর পরে, সবাই তো সেই একা  
পেয়েছি যেটুকু সময় হাতে এসো থাকি আনন্দে আত্মহারা।    


সোনারপুর
২৯/০৫/২০২৩

আগরতলা, ভারত  “ বাংলা কবিতা স্মারক “  ।