জাবর কাটা দোষের নয়
জানোনা ফেল্লে লালা অন্যায় হয়  
নিজের বিষ নিজেই মাখো গায়
ঘটি ঝুলিয়ে জমিয়ে রাখো গলায় ।

হুঁশ ফেরেনি পরে মুখোশ
কেন ডাক আসেনি সেই আপসোস !
যেতেই যদি চাও অন্য উপায় ভাবো
শ্মাশান বা গোরস্থানে গিয়ে বসে থাকো।

সোনারপুর
০৫/০১/২০২১