সব কথা কি বলতে পারা যায়
একই রোগের শিকার কতজন
বাসা বেঁধে অন্তরে কুরে কুরে খায়  
সব কথা কি বলতে পারা যায় !
জীবনের শেষ সম্বল ছিনিয়ে নিতে চায়
আগেপিছে নজরদারি জারি রাখে শমন
সব কথা কি বলতে পারা যায়
একই রোগের শিকার কতজন।

সোনারপুর
২০/০৬/২০২২