কথা বোলতে মানা শুনতে মানা, মানার গেরো বেশ শক্ত
দেখি শুধু অবাক চোখে কোন যাদুতে উপচে পড়ে ভক্ত
কিসের নেশায় কোন আশাতে হয় না মানুষ বিরক্ত
আজ যে খাদ্য কাল সে খাদক কেউ হয় না শনাক্ত।
হাই তুললেই পেয়াদা আসে কেউ মানে কেউ বা দ্বিমত
সুযোগ বুঝে স্বপ্ন চাষি হাসে, বাঘে টানে হরিণের রথ
অবাক চোখে নাম কীর্তন সময় চক্রের তুষ্টিতে সহমত
তোমার আমার বোধের বাইরে ঠিক কোথায় মিশবে পথ ?
উপর নিচে তাকাতে মানা ঘাড় ধরেছে সময়সাথী বাত
ছুটছে মানুষ ঠুলি পরে তাই দেখে ঘোড়ায় হেসে মাত
স্বপ্ন গুলো সরছে দূরে দিকশূন্য তেপান্তরে কেউ দেয় না সাথ
কাটছে সময় আলসে চালে বিপদ বাড়ায় দুশ্চিন্তার রাত।
জীবন আমার জীবন তোমার কাটবে কেমন নেই তা জানা
আগামীর কোন সকালে ফুটবে আলো অজানা তার ঠিকানা
গলায় গলায় ঘন্টা বাঁধা নড়লে চড়লে বেজে ওঠে টুং-না-না
ধমক খেয়ে থমকে যায় রং তুলিতে ছবি আঁকার মন বাসনা।
সোনারপুর
১৫/১২/২০২২