সুতো ছেঁড়া ঘুঁড়িই ভালো,  ভুলে যায় নিয়ন্ত্রণ
মায়া মোহের মুক্তিতে, আনন্দে ভেসে যায় অজানায়    
গন্তব্য অজানা, তবুও হয় না বিচলিত মন
সুতো ছেঁড়া ঘুঁড়িই ভালো, ভুলে যায় নিয়ন্ত্রণ  
কি ছিল, কি নেই, তফাৎ নেই কিছুতেই
মুক্ত অসীমে বাঁচার আনন্দই আলাদা, বাতাসের পাখায়  
সুতো ছেঁড়া ঘুঁড়িই ভালো,  ভুলে যায় নিয়ন্ত্রণ    
মায়া মোহের মুক্তিতে, আনন্দে ভেসে যায় অজানায়।      

সোনারপুর  
১৮/০৮/২০২১