কতটুকু জানা হলে মন পায় তৃপ্তি
কতটুকু অজানায় ঘিরে ধরে ক্লান্তি
মনের ঠিকানা কেউ পেয়েছে কি খুঁজে
অতল রহস্যে শুধুই খোঁজা মুখ বুজে ।  

কতটুকু ভালোবাসায় ভরে মন হাসিতে
নিঃসঙ্গ সৈকত দুষ্টু তরঙ্গে ভরে যায় খুশীতে
জানতে জানতে পথ পেরিয়ে চলা
কতটুকু হল জানা তার হিসেব মেলে কি !

কতটুকু হারালে তার,  ভিড় করে স্মৃতি
জোনাকির আলো দেয় কি চাঁদের দ্যুতি
জীবনের ছায়াপথে কি আছে কি নেই
সব শেষেও তার হিসেব মেলে কি !  

সোনারপুর
১৪/০৩/২১