কেউ মনে রাখে না দুঃসময়ে পাশে থাকার কথা অথবা উপকার
নির্মোহ আন্তরিকতায় কষ্ট ভাগ করে নেওয়া যাপিত সময়ের কথা
অন্তরে রক্তাত হয়েও, মানবিক দোষে বিপদে পাশে দাঁড়ায় বারবার
কেউ মনে রাখে না দুঃসময়ে পাশে থাকার কথা অথবা উপকার
তরঙ্গের পর তরঙ্গ আছড়ে পড়ে তীর ক্ষয়ে যায়, তবুও নির্বিকার
নেই হেলদোল, যেন ঐ তরঙ্গে মিশে গেলে ভুলে যাবে সব ব্যথা
কেউ মনে রাখে না দুঃসময়ে পাশে থাকার কথা অথবা উপকার
নির্মোহ আন্তরিকতায় কষ্ট ভাগ করে নেওয়া যাপিত সময়ের কথা।
সোনারপুর
২০/০৩/২০২২