এই শব্দটা প্রতিদিন যেন দুর্বোধ্য হয়ে আঁচড় কাটছে মনে
তোমার কোন ভালোলাগা; নিজস্ব জগত থাকতে নেই কোন খানে  
সমাজ সংসারে তুমি ভেসে থাকা পানা, চলতেই থাকো স্রোতের টানে
জায়গা নেই তোমার কোথাও থামার;  কিছুতেই খুঁজো না মানে।

ভাগ না নিলেও থাকতে হবে করে খাওয়া অনেকের দলে  
তোমার অভিমানের মূল্য না থাকলেও বাতাস ধরতে হবে পালে
অভিলাষ না থাকলেও তোমাকে জড়িয়ে রেখেছে অদৃশ্য জালে
তোমার নিজস্ব ভাবনার জানালা বন্ধ; কোঁকাতেই থাকো ইঁদুর কলে।  

দাগিয়ে দেবার জন্য প্রস্তুত হয়ে আছে সহস্র নোখ দাঁত প্রতিক্ষণে
তুমি না জানলেও তোমার মনের হদিশ নাকি ওরাই সব জানে
আচারে ব্যবহারে সংকেতে যুক্তিহীন বিশ্লেষণে বোঝাবে তোমার অক্ষ
তোমার অজান্তেই ঘরে বাইরে দড়ি টানাটানি, হতে পারো না নিরপেক্ষ।  

সোনারপুর
২৪/১২/২০২২