বদ্যি বোঝে নাড়ী টিপে
ব্যামোর ধরণ ধারণ
টিপলে কোথায় উঠবে শ্বাস  
ব্যাপারী জানে কারণ  
এক টেপাতেই কেল্লা ফতে
জ্বালানীতে নেই বারণ।

সোনারপুর
১৮/৭/২১