মনের কাছে থাকলে মন, রয় কিগো সে দূরে  
যোজন দূরে থাকলেও সে, চাইলে মেলে যখন তখন
কাছে থেকেও যোজন দূর, মন পাখীটা মরে উড়ে    
মনের কাছে থাকলে মন, রয় কিগো সে দূরে  
হিমেল পরশ পথ হারা, রুক্ষ বায়ে বালির ঝড়ে  
পড়ছে খুলে এক এক করে যেটুকু আছে আলগা বাঁধন  
মনের কাছে থাকলে মন, রয় কিগো সে দূরে  
যোজন দূরে থাকলেও সে, চাইলে মেলে যখন তখন।

সোনারপুর
২৪/০৪/২২