নামেই চাষা, মাটি চেনে না, কয় চাষে সে হয় নরম
বলদ গুলো গান ধরেছে, লাঙল ছেড়ে চাষা বেজায় খুশ
গানের কথায় গলে না মাটি, না ঝরালে ঘাম গরম
নামেই চাষা, মাটি চেনে না, কয় চাষে সে হয় নরম
জীবন যুদ্ধের বাতাস গরম, সেথা ধর্মের ঠাঁই নেই
চোখ খুললেই খিদের মোচড়, পেটের ধর্মে হারায় মানুষ হুঁশ
নামেই চাষা, মাটি চেনে না, কয় চাষে সে হয় নরম
বলদ গুলো গান ধরেছে, লাঙল ছেড়ে চাষা বেজায় খুশ।
সোনারপুর
০১/০৮/২০২১