এই আছি ভাই সব উপরে, পরক্ষনেই নিচে
নিত্যদিন ছোটা-ছুটি অন্তহীন জীবন রঙের আলপনাতে
জল মেশাতে প্রতিপল নিজেই নিজের প্রতিপক্ষ
এঁড়ে-তর্কতে জিত্তেই হবে, হলেও নানা সাজে।

তেল ছাড়া ঘোরে না কিছুই, যন্ত্র হোক বা হাতে
উপর নিচে ঘোরাই সার, জীবন ও হয় না আপন
সময়ের দাস সময় গোনে, অধিকার নেই কারো
কোথায় যে কার শেষের ভুমি, অজানা দিনে রাতে।

রসিক মন মানে না কিছুই, জলে স্থলে অন্তরীক্ষে
নেড়েচেড়ে দেখতেই থাকে সবেতেই তার আহ্লাদ
থাকতে আলো ঘুমিয়ে থাকে আঁধারে ওঠে জেগে
হাতড়ে বেড়ায় খুঁজতে জীবন কোনটা কার পক্ষে।

কোথায় কত বিকাশ, খোঁজে আকাশ জোড়া নাগরদোলা
কে জিতল কে হারলো হিসাবে মেলা গরমিল
লোপাট করে সিদ্ধির উৎসব বেয়ারিং খায় ইঁদুরে
তোল্লাইয়ের তোলায় ধন্য জীবন, কোর না হেলাফেলা।  

সোনারপুর
০১/০২/২০২৫