প্রতিটি জীবনে আলো আঁধারে কত দিন রাত আসে যায়
ছোট্ট টলটলে পায়ে প্রথম চলতে শেখাও অন্য মাত্রা পায়  
স্মৃতির এ্যালবামে কিছু মুছে যায়, কিছু থেকে যায় অক্ষয়  
বাংলা ধনিতে প্রথম শেখা শব্দ “মা” ক্রমেই হয় মধুময়
মায়ের ভাষাতে মায়ের স্নেহে ছোট্টমুখে শব্দেরা পূর্ণতা পায়
হাসি কান্নায় আনন্দ বিষাদ ঝরেপড়ে মায়ের মুখের ভাষায়।  

সময়ের ধারায় আরো কত ভাষা একে একে শেখা হয়
জীবনের প্রয়োজনে লাগে সব, তবুও আবেগ জড়ানো নয়  
অন্য প্রদেশে আঁকুপাঁকু করে মন বাংলা শোনার আশায়    
অনুভবে পাই মায়ের ছোঁয়া অন্তর ভরে অফুরান স্নিগ্ধতায়
নিয়ত থাকব সজীব মায়ের বুলিতে উচ্ছল, উজ্জল চেতনায়
যেখানেই থাকি যেভাবেই বাঁচি বাঙালীর প্রাণ একুশে মৃত্যুঞ্জয়।

সোনারপুর
২১/০২/২০২২