পলাশ ফুলের মৌ পিয়ে  
মৌটুসি তুই কোথায় গেলি
বসন্ত রঙ মেখে পাখায়  
কোন নেশাতে বিহ্বল হলি
সাজিয়ে ডালি বাগের রাণী
ডাকছে তোকে আয় চলি
বুক ভরা মধুতে তার
দিচ্ছে নজর হাজার ওলি।    

যায়নি শীত সকাল বিকাল
ঘুম ভাঙেনি সব সবুজের
আসছে ওলির মূর্ছনা দল
সৌরভ পেয়ে আম মুকুলের
জাগছে শাল জাগছে পিয়াল
সাথে নিয়ে মহুয়া মাতাল    
দখনে বাতাস দিচ্ছে হানা
ঘুম ভাঙানোর হলে খেয়াল।  

পাতায় পাতায় সবুজ হাসি
বাজে মনে শ্যামের বাঁশী  
খসে পড়ে দিলের বাঁধন
পলাশ ফুলের মৌ পিয়ে  
শরাবি আঁখ খেলে হোলি।    

সোনারপুর
৩/৩/২০২৩