বাগিচায় ফোটেনি ফুল মৌ পিয়াসী যা ফিরে
দিলের জমিন উষর মরু রুক্ষ প্রেমের তপ্ত বায়ে
স্বার্থ মেঘের ঝলকানিতে ভাঙছে হৃদয় বজ্র ঘায়ে
সবুজ বীথি শূন্য আজি আছে শুধু কাঁটায় ভরে।
অনুভবের আকালে দিল জ্বলে গরলের ভীষণ জ্বালায়
স্মৃতির নায়ে ছিঁড়লে পাল উজানের মাঝ দরিয়ায়
থাকে না হাল আপন বশে অদেখা কুলের আশায়
আঁধার ঘেরা অচেনা পথে কোন খোয়াবের নেশায়।
কাঁদছে হৃদয় ছলনাতে ছড়িয়ে আঁধার চারিধারে
ভাঙছে হৃদয় কথার ঘায়ে কুলছাপানো আঁখি নিরে
ভালোবাসার পাত্র ভরে নিরাশার বালুঝড়ে
বাগিচায় ফোটেনি ফুল মৌ পিয়াসী যা ফিরে।
২৬/০১/২০২৫
সোনারপুর