চার দিনের আবাহন শেষে  
বিদায় বেলায় মা দুর্গা বলল হেসে  
আনন্দ করলি সব্বাই চেটেপুটে
দেহি দেহি করে চাপ বাড়ালি অবশেষে !

শুরু করলি যশ দেহি
ধনং দেহি পুত্রং দেহি অঞ্জলি শেষে  
বললি নাতো মা সবই তোমার  
যতদিন চাও থাকো গো মা মর্তে এসে।      

সব্বাই যদি পুত্রই চাস
কে তোদের ভাত রাঁধবে বারোমাস  
শুধু পুত্র নিলেই হবে
মা ছাড়া জন্মান্তরে আসতে পারবি ভবে !

কোথায় পাবি ভালবাসার সেবা
ভেবেছিস কি ? কন্যা শূন্য হলে ধরা
কে দেবে ছায়ার আঁচল
যদি কখনো জীবনের মাঠে নামে খরা।  

তোরাও সব ভোলার চ্যালা
তোদের দেহির চোটে হচ্ছি আমি ঝালাপালা  
বৎসরনান্তে এলেম বাপের বাড়ি
বুঝিনি তোরাও এখানে ধন মান পুত্রের ভিখারি।  

চাইবার আগে ভাবিস শতবার
ধন মান পুত্র শান্তি দেয় না সুকর্ম ছাড়া  
বাঁধা গতের বুলি ছেড়ে
মনের কাছে জিজ্ঞাস কর তাতেই পাবি সাড়া।  

সোয়ারপুর
৪/১০/২০২২