কত কথা থাকে যা বলা যায় না ঘরে বাইরে কাউকে
কত ব্যথা থাকে যা দেখানো যায় না আপন জনকে
তবুও বলতে হয়, বলতে হয় আগুনটা নেভাতে
কিন্তু কাকে ? নিশ্চয়ই বিশ্বাস যোগ্য একটা মনকে।
আজব অবিশ্বাসের চিত্রে ছেয়েছে সমাজ, দুর্বৃত্তের হুঙ্কার
মানুষ সন্ত্রস্ত, আড় চোখে ভাবছে বিশ্বাসের নেই দরকার
কে কার কথা শোনে, মিথ্যা ভাষণে জেরবার দিন
শুনে শুনে পচে গেছে, মানুষ বিরক্ত বিশ্বাস কী অর্থহীন !
গানে গল্পে সাজিয়ে ঘুটি, মানুষকে বানিয়ে দাবার বোড়ে
একবার ক্ষমতা পেলে, গুছিয়ে নেয় সারাজীবনের ত্বরে
যে মানুষ দিলো ক্ষমতা, তাকেই ঘুরতে হয় দোরে দোরে
প্রতিশ্রুতি হয় না পূরণ, প্রত্যাশা ধুঁকে মরে বে-ঘোরে।
আমজনতা মূল্যহীন, নেই দাম ছিলও না কোন কালে
সময়ে প্রকট হয়, ভীষণ সে রুপ, ধরা খেয়ে জালে
গো-বেচারা জনগনের জন্য কেই বা ভেবেছে না মরলে
লাশ নিয়ে টানাটানি, শবও দেখতে পেত চোখ থাকলে।
কেউ নবাব তো কেউ বাদশা, একবার নির্বাচনে জেতালে
ছোট ছোট ছানা গুলো ও হালুম হুলুম করে সুযোগ পেলে
সাধারনের মার কিন্তু দুনিয়ার বার, আইন ও অপরাগ বাঁচাতে
উধারন আছে অনেক, সময় দেবেনা বাবারে বলে চেঁচাতে।
সাবধান সাবধান ভাই সাবধান, পড়েনি বাঁশের অভাব দেশে
আইন যাই থাক, মিলবে না বেকসুর খালাস আমজনতার রোষে
ছোট বড় অভিজ্ঞতা আছে বহু শাসকের, লেখা ইতিহাসে
সেবাই যখন জীবিকা, গেঁথেছে মনে, বিশ্বাস থাক মানুষে মানুষে।
সোনারপুর
০৬/০৩/২০৪০