মানুষের অস্থিতে এত রস ! ছিলো কি জানা আগে ?  
দানবীয় লোভের অট্টহাসি, ডলারে ফলার, বিনিয়োগ রাশি রাশি
গোপন চুক্তিতে লাশের অঙ্কে লাভের হিসেব শতকরা ভাগে  
মানুষের অস্থিতে এত রস ! ছিলো কি জানা আগে ?  
যৌথ খামারের দানব, বিশ্ব খামারে বারবার রূপ বদলায়
পালিয়ে বাঁচার চেষ্টা ভিন গ্রহের মাটিতে ! সহস্র ধিক, ছিঃ বিশ্বাসী    
মানুষের অস্থিতে এত রস ! ছিলো কি জানা আগে  
দানবীয় লোভের অট্টহাসি, ডলারে ফলার, বিনিয়োগ রাশি রাশি।

সোনারপুর
১২/১২/২০২১