ডম্বরু গুরু গুরু বাজে ত্রিদিবে, আষাঢ় বলাকায়    
রজত রঙ্গিণী তাথৈ তাথৈ মাটির বুকে নেচে যায়        
তার নাচের ছন্দে সবুজ পাতা খিল-খিলিয়ে হাসে  
প্রাণে প্রাণে জাগে মাতন আশার নায়ে ভেসে      
ধানের চারার কচি পাতায় বাতাস খেলে যায়  
মাঠে মাঠে বকের সারি আনন্দে পেট ভরায়।    

ক্ষেতের আলে নাম না জানা জাগে সবুজ প্রাণ  
রস থৈ থৈ আম কাঁঠালের মিষ্টি মুধুর ঘ্রাণ
খালে বিলে মাথা তুলে শাপলারা গায় গান
তার ফুলে ফুলে ভ্রমর নাচে খুশীর কলতান  
মীনের ঝাঁকে নতুন ছানায় জাগে খুশীর বান  
আষাঢ় আসে ভালবেসে করে জীবন সুধা দান।  

আষাঢ়ের রজত ধারা পূর্ণিমাতে প্রেমের মুকুল ফোটায়          
প্রেম পিয়াসে বলাকারা বিছায় আঁচল পূর্ণ চাঁদের গায়      
ঘুম পরীরা পথ ভুলে সব প্রেমের কথায় মাত      
চোখগেলো তার ডাক ভুলে আজ প্রেমে কাটায় রাত  
কদম কেয়া মল্লিকারা গুন গুনিয়ে সুরের নৌকা বায়  
আষাঢ়ের ঝুমুর ঝুমুর বর্ষা নূপুর সেকি ভোলা যায়।  
  
সোনারপুর
২১/০৬/২০২১