পদ্ম জানে পাঁকের কথা
জল তা মানে না
পাতা জুড়ে চিকন শোভা      
গায়ে তার পাঁক লাগে না।  

এলে শিশির নিশির ডাকে
বুকের মধু লুকিয়ে রেখে
পাপড়ি মেলে সোহাগ মাখে
মনের কথা বলে না ।

কাছে তার এলে ভ্রমর
প্রেমে সে হয় যে মুখর
পরাণ ভরে খাওয়ায় মধু  
লুকিয়ে কিছু রাখে না।

প্রেমের আছে কত ধারা  
খোঁজে মন পাগল-পারা
ভেসে থেকেও জলের উপর
জল সে মাখে না।  

সোনারপুর
৩১/০৫/২১