যদি ঠিক না থাকে মনের স্বাস্থ্য
গোলমেলে হয় জীবনটা;  থাকলেও অনেক ব্যস্ত
নানাদিকে পন্ডিত হয়েও ভিন্ন রকম ব্যবহারে  
যাপনে নেই স্বস্তি অর্থ খায় ডাক্তারে
মেশে না মানুষের সাথে উঁচুর দিকে নজর
মাপ বোঝে না জীবনের বাড়ে রোগের বহর  
জ্ঞান অন্বেষণ খুবই ভালো সহজ হবে চলা
বাস্তবে দেখি উল্টোটা সমস্যা বাড়ছে মেলা।

বোধ হারিয়ে যখন তখন প্রকাশ পায় অসুখ
কারণ ছাড়াই উত্তেজিত, যাপনে নেই সুখ
হাসতে যেন ভুলেই গেছে, মুখের ছবি বেজার
জীবন যেন ছন্দহীন, রসদ শূন্য ভাঁড়ার
যে ভাবনায় থাকে না শরীর মন সুস্থ
সেই ভাবনায় হবেটা কি? ভাবনা এটাই মস্ত।

সোনারপুর
০২/১০/২০২২