খেলা মেলা উৎসব আর পূজা পার্বণে
আমরা ভালোই আছি কী হবে? ইতিহাস চর্বণে
কেউই পায়নি কল্কে, কালকে ও পাবিনে
ছাই পাঁস লেখালিখি, পেতিবাদ পথে গর্জনে।
মাসে মাসে খাতা দেখাই, না বাপু পড়তে জানিনে
হিসেব মিলিয়ে নিই, কত হবে ঠিক থাকে মনে
দরকার কি মাথা ব্যথায় ? কিছু কথা আসলে ও কানে
আমরা বোকা নয়, তোমরা যে কি বল, বুঝি তার মানে।
মেলায় গেলুম দলে মিলে, ঘুরে শান্তি এলো মনে
চেয়ে দেখি লোকের ভিড় সব খাবারের দোকানে
খুঁজে খুঁজে হদ্দ, ভাজা ছোলা মটর মেলেনা একেনে
মশলা মুড়ি ! শুনি খুব দামি, তাতে পেট ভরেনে।
ছোটবেলার মেলায় পুতুল নাচ সার্কেস, একন দেকিনে
বড় বড় নাগর দোলা মেশিনে ঘোরে, ভয় ধরে প্রাণে
কত কত নতুন জিনিষ, সকলের নাম ও জানিনে
খিদেটা পাচ্ছে, কিযে খাই ভাবতে ভাবতেই ঘর পানে।
সোনারপুর
৩১/০১/২০২৫