চোখ থাকতেও দেখলিনে গো; রইলি যোগনিদ্রায় চক্ষু মুদে
লুটেপুটে খেলো কে কে ধার দেওয়া তোর দশ হাতে
তাদের মুখ মুছিয়ে আদর করে খাওয়চ্ছিস শুনি ভাতে দুধে
চোখ থাকতেও দেখলিনে গো; রইলি যোগনিদ্রায় চক্ষু মুদে
নাম মাহাত্তে ও কাটছে না কাল, ধরছে ফাটল মাথার ছাদে
অভাগা গুলো গলদ-ঘর্মে হচ্ছে নাকাল শাক জোটাতে ভাতের পাতে
চোখ থাকতেও দেখলিনে গো; রইলি যোগনিদ্রায় চক্ষু মুদে
লুটেপুটে খেলো কে কে ধার দেওয়া তোর দশ হাতে ।
সোনারপুর
২/০৯/২০২২