কেন সোনা প্রচার কেন, জনগণ কি এতই বোকা !  
যত সব সুরথহারাম ধর্মভানক; কপটচারী ধেড়ে ন্যাকা    
নিজ স্বার্থ সবার আগে, কবে ভেবেছ মানুষ নিয়ে
দল বেঁধেছ করতে চুরি, মানুষের চোখে ধুলো দিয়ে।

কেন চাঁদু প্রচার কেন, কাদের টাকা করছ খরচ  
কোন চারাতে ফলাও টাকা, চাষ করেছ টাকার বরজ ?  
হিসাব বিহীন টাকার খেলায়; নির্বিচারে গণতন্ত্রের কাটছ গলা  
হুমকি; লোভের খুড়োর কলে সমাজ জীবন ফালা ফালা।

কেন প্রিয় প্রচার কিসের, চাও ঢাকতে পুরনো দোষ !  
খুন; জখম; আর লুট সন্ত্রাসে; চাইছ দিতে প্রলেপ সন্তোষ  
নতুন ফন্দির পচা ডোবায় করছ আবার মিথ্যের চাষ
নানা রঙের সন্ত্রাসে নিচ্ছ কেড়ে মানুষের সুখের আবাস।  

কেন কাকা প্রচার কেন, স্বার্থ যদি নাই থাকে  
প্রতিশ্রুতির বানের তোড়ে মুরগী গুলোও স্বপ্ন দ্যাখে
কাকের ছানায় বানাও কেকা; দেখছে মানুষ অবাক চোখে  
এইট পাশের ডিগ্রীতে ভাই; দেশের জামাই, আছো সুখে।  

কেন মামু  কিসের প্রচার , দেশের সেবা দশের ভালো !  
দশকের পর দশক গেল; মানুষ গুলো নিঃস্ব হল  
কর্ম খুঁজে দিশেহারা; বাড়ছে বেকার; গণতন্ত্র ধুঁকছে লাজে
দেখছে মানুষ; দেশের সেবক করছে চুরি শোভন সাজে।  

কেন নানা প্রচার কেন, তোমার মুখের ছবি দিয়ে হবেটা কি ?    
জানে মানুষ; ঠাণ্ডা ঘরে আয়েশ করে কোন টাকাতে খাচ্ছ ঘি
ঘিরে রাখে সান্ত্রী সেপাই; গাড়ির মিছিল; যাচ্ছে নাকি দেশ সেবক  
কিসের ভয়ে ঘেরা টোপে; শত্রু এত আছে নাকি? ভাবছি বেবাক ।

কেন মনি  প্রচার কেন, এই টাকাতে পারত হতে দেশের কাজ  
জনগণ নীরব বলে; করের টাকায় বাজে খরচ ! সেবকের নেই লাজ  
জনগণ ভাব্বে এবার; কি কাজ করে কতটা পাও সুবিধে সুযোগ
ইচ্ছেমত বাড়িয়ে নিয়ে জমাও আসর; বেহাল বাজার, বাড়ে দুর্ভোগ।    

কেন চাচী প্রচার কিসের, মিথ্যে গুলো সত্যি হবে জল ঘুলিয়ে !    
সত্যি যারা দেশের সেবক, নীরবে কর্ম করে, বলেকি সব দুলিয়ে  
প্রচারের হোর্ডিং ব্যানার সব ঢেকে দেয়, বাড়ায় ভীষন দৃশ্য দূষণ
কোন উপকার হয় মানুষের, সারবর্তা হীন খবর জেনে, শুধুই ভাষন।

থামাও দেখি প্রচার-টোচার, দশকের পর দশক জুড়ে, ভাঁওতা দিলে  
মরছে মানুষ নানা জ্বালায়, শিক্ষা; স্বাস্থ্য; কাজের খবর শোনাও, একটু হলে
নানান নীতির খুড়োর কলে; তহবিল করছ ফাঁকা, যাচ্ছে টাকা গ্যঁড়াকলে  
কে নিয়েছে, কে দিয়েছে, জিগির তুলে,  সময় কাটাও নানা ছলে।

চোর পালালে বুদ্ধি বাড়ে ! খোঁজ লাগাও দেশ বিদেশে, ধরবে বলে ?
অফিস বেচে কর্মি ছেঁটে, চাঙ্গা কর অর্থনিতি ! কাদের ভুলে
সভা মঞ্চে, লোক দেখানো নিন্দে মন্দ, বন্ধু সবাই তলে তলে  
মেলায় খেলায় নানা পোষন, দান দাদনে, করের টাকা যাচ্ছে গলে।    

দেশের ভাগ্য খারাপ হলে, এমন গুনের ত্রাতা মেলে, বলছে খবর
আবেগ জারানো মানুষ গুলোর যাচ্ছে প্রাণ, লাগিয়ে দিয়ে কাটছ জাবর  
সেয়ানে সেয়ানে চাটা চাটি, নতুন করে সাজিয়ে ঘুঁটি, ইয়ার দোসর
মাথায় রেখ, জনগণ ভাবছে বসে মহা রোষে, হাতে হাতেই খুঁড়বে কবর ।  

সোনারপুর
২৯/০৭/২০১৯