এই ব্যারামের গভীরতা বোধহয় সকল প্রাণই জানে  
তবুও  সাবধানের যে মার নেই সেটা কজন মানে
উপসর্গের নানা বর্ণ, সময় ভেদে বর্ণচোরা নানা রকম
সুখের যদি অসুখ হয়, ফল মেলে তার হাতে গরম।  

খাদ্যাভ্যাস সহ সব কিছুতেই এগিয়ে মানুষ, অন্য প্রাণের চেয়ে    
সমাজের মাথায় হলে সংক্রমণ নানা ব্যারাম আসে ধেয়ে
অরুচিতে রুচি আনে তেতোর ঝোল, বন্য প্রাণ চিবায় ঘাস
এই গ্রহে শান্তির বদ হজমে ওঠে সুস্থ ভাবনার নাভিশ্বাস।  

আজ এখানে কাল ওখানে নানা স্বার্থে জাঁকিয়ে বসেছে অসুখ  
খেলায় মত্ত সমাজ বদ্যির দল ফাতনায় নজর না দেখিয়ে মুখ  
নানা অছিলায় দূরে থেকে টোপ ছড়িয়ে পায় বেহস্তের সুখ
টোপ খেয়ে বদ হজমে মরছে মানুষ, বদ্যিরা পায় না দুখ।

সংক্রমণ বেড়েই চলে পেট থেকে মাথায়, সমাজ হলেও ছারখার  
মানুষ আজো এত্তো বোকা ! ভাবনায় আসে না হচ্ছে ভালো কার
বদ্যি গুলো বাদ্যি বাজায় বোকার পিঠে, পিঠ বাঁচিয়ে যে যার
ওষুধ একটাই, বন্ধ হোলে বদ হজমের টোপ মানুষ সুস্থ হবে আবার।    

সোনারপুর
২০/১০/২০২৩