চুপ থাক বাছা, চুপ থাক, দরজার বাইরে ঘুরছে হায়না  
দেশ ভক্তি না প্রতিবাদী, এ সবের ওরা কিচ্ছু বোঝে না  
রজত মুল্যে কেনা গোলাম, বিরুদ্ধ মত ওরা সয় না  
কালির মূল্য শূন্যই জ্ঞানে, অকাতরে মুছে দেয় সুস্থ ভাবনা  
গন্ধ পেলেই রক্ত চক্ষুর ঝঞ্ঝা, উন্মাদ এরা বোঝে শুধু প্রেরণা
চুপ থাক বাছা, চুপ থাক, করিসনে আর বেয়াদপি বায়না।  

চুপ থাক বাছা চুপ থাক, পারলে খুলে রাখ চোখ কান
লোভের নেশায় হুঁশ হারা মানুষ, শুনবে না সত্যের গান  
স্বার্থের জালে ঘেরা চরাচর, ফাঁস গুলো তার অতি সুক্ষ
ভাষণের টোপ মধুর সে স্বাদ, ফেঁসে যায় জ্ঞানী ও দক্ষ
সেবার আড়ম্বরে সততা ভেসে যায়, মর্দনেই মেলে মান
রথী সারথি সব গভীর জলে, চুনো পুঁটির-ই যায় জান।

সোনারপুর
২৬/০৫/২২