মজ না মন হাসির ছলে
প্রণাম করো বস্ত্র গলে
সময় সুখ যাবেই জলে
পড় যদি চোরা হাসির কলে।
নিশির ডাকে সাড়া দিলে
দুর্ভাগ্য সঙ্গে যাবে সুযোগ পেলে
মুখ লুকাবে চিরতরে অনিচ্ছার অস্তাচলে
বিদেহী মন পাখনা মেলে।
ভুল করেও ফেলো না গিলে
ডাকলে বিষের ভান্ড মধু বলে
বাঁচবে না প্রাণ কোন কালে
থাকলেও হাতে তসবী মালা জপের থলে।
ছাড় পাবে না ভুল মাশুলে
সুদে মুলে নেবেই তুলে
মজ না মন হাসির ছলে
প্রণাম করো বস্ত্র গলে।
সোনারপুর
২৮/১১/২০২২