লীলা দেখে দৃষ্টি গেলো
বাণীতে বধির কান
বাকি তিন হারিয়েছে তাদের
অনুভব স্পর্শ ঘ্রাণ
ষষ্ঠ ইন্দ্রিয়ের কোষকলা স্থবির
অক্ষম নির্ধারণে মান।  

সোনারপুর
১২/০৪/২০২৩