লু (কাব্য কনিকা-৩০০)  

বাতাসে লু ভাষণে লু
সাধারণে যায় কোথায়
ঘোর দহনে হারিয়ে শান্তি
মানুষ বাঁশের মাচায়
সুযোগ পেয়ে পিঁপড়ে কাটে
ক্ষুদ্র হয়েও নাচায়।

সোনারপুর
১৪/০৪/২০২৩