প্রেমের সাথেই রয় বিরহ,  ভিন্ন ভাবনা একই মনে
সময় গেলে সামনে আসে,  কোথায় ছিল ভুল।  
ভোগ দুর্ভোগ যোগ বিয়োগে , হিসেব পায় কত জনে      
প্রেমের সাথেই রয় বিরহ, ভিন্ন ভাবনা একই মনে ।
প্রেম বাঁচে অনেক ত্যাগে, বিরহ বাঁচে মনের কোণে  
চোরা স্রোতে তলিয়ে গেলে আর মেলে না কুল ।
প্রেমের সাথেই রয় বিরহ,  ভিন্ন ভাবনা একই মনে
সময় গেলে সামনে আসে,  কোথায় ছিল ভুল।      

সোনারপুর
২২/০৬/২০২১