বিশ্বাস নিরাপত্তা বন্ধন, ত্রয়ীর যুগলবন্দীর নাম ভালবাসা
নির্মোহ আবেগে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার
যে উষ্ণ আশ্বাসে উপশম হয় যন্ত্রনার –মন পায় ভরসা
বিশ্বাস নিরাপত্তা বন্ধন, ত্রয়ীর যুগলবন্দীর নাম ভালবাসা
প্রকৃত বন্ধু, পারস্পরিক বন্ধন বিশ্বাসের করে শুধু প্রত্যাশা
শোকে দুঃখে আনন্দে একে অপরের চিরদিনের ভাগীদার
বিশ্বাস নিরাপত্তা বন্ধন, ত্রয়ীর যুগলবন্দীর নাম ভালবাসা
নির্মোহ আবেগে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার।
সোনারপুর
১৪/০২/২০২২