যে দিকে তাকাই,  দেখি মহান সব জিনিয়াস বাটপারের ছবি    
বুঝতে পারি না হচ্ছেটা কি ! চুরি কী এখন স্বভাবসিদ্ধ হবি ?    
মারকাটারি বুদ্ধিতে চোর অর্থনীতির বদ্যি, উঁচু নিচু সবেতেই সন্ধি  
নানা রঙের পোশাকে মুখোশে সজ্জিত পোকারা করে নিত্য নতুন ফন্দি।    

মাটি বায়ু জল সবেতেই দখল কায়েম, আহাঃ নতুন দিনের গান
মাষ্টার প্রফেসর কিচ্ছু জানেন না, অবাক দৃষ্টির উপহার উন্নত ভান      
কাকেদের কলরবে বিরক্ত হলে, সামান্য খুঁদ ছড়ান দিলদার মেহেরবান      
মেছো গেছো সাধারণ জনগণ খুঁদ-কুঁড়োতেই খুশী, মুখে মুখে নামগান ।      

এ-কালে ধরা খেলে ও-কালের কথায় হিসেব গুলিয়ে বাঁচাতে চায় জান    
তদ্বিরে খরচ, মহামূল্য সিলমোহর যেন না হয় ভেঙে খান খান  
মুলো তোলা ফেরিওয়ালার কন্ঠে নতুন ধান্দার বিপ্লবের কথা, হাতে নিশান          
গরিবী নয়, হটাতে গরীব দল বেঁধে শোনায় মিথ্যা স্বপ্নের শ্লোগান।          
  
ফসলের পোকা মারার আছে বিস্তর উপায়, আছে নামিদামি পয়জান
সমাজিক ক্ষতের নিরাময় কি ভাবে ? ভেবেই হচ্ছে মানুষ পরিশান
জন্ম থেকে মৃত্যু,  মানুষের যতকিছু প্রয়োজন সবেতেই উৎস প্রবাহমান
পোকার দাপটে টিকে থাকা দায়, তবুও গাইতে হয় তাদের জয়গান।      

যে দিকে তাকাই শুনতে পাই মুখোশের খেলায় মানুষের দীর্ঘশ্বাস
পথে প্রান্তরে জনমনে অধরা শান্তি, তিলে তিলে সামাজিক বোধের সর্বনাশ  
সংক্রমণ ছড়িয়েছে মাথা থেকে পায়, কোথাও মেলে না সুস্থতার আশ্বাস
নৈতিকতার দায় হীন উচ্ছ্বাসে মহাবিদ্যার মসনদ, নেই ভাবনার অবকাশ।    

সোনারপুর
০১/১১/২০২৩