একা-একা কাটছে সময় অনন্ত
দিবস ও যামে জীবন বিভ্রান্ত
অখন্ড অবসরে চারদিকে মানসিক পতন
কর্মহীন দিবসে উপহার যন্ত্রনার দহন ।
সূর্যদয়ের রং জাগায় না শিহরন
গোধূলি বেলা ঢেকেছে আলসে আস্তরণ
চার দেওয়ালে বন্দী নিরুপায় মন
কোন মাধ্যমে নেই শান্তিতে জীবন।
মুঠোফোনে লেখাপড়া, প্রেম, সবই স্বাদহীন
ইচ্ছেডানা বিষাদে গুটানো, স্বপ্নরা পরাধীন
মনের জানালায় কালো আকাশ, উদাসীন
সামাজিক জীবনে প্রশ্ন আরো কতদিন ?
সোনারপুর
১৪/৬/২০২১