মন একলা ভাসা ভবখেয়া,  পেরোতে পাবিনে কোন সাথী    
ধরলে চেপে সময়ের বৈঠা পাবিরে মন সুজান গতি
গেলে সময় বইবে উজান বাড়বে পথে দুর্গতি  
মন একলা ভাসা ভবখেয়া, পেরোতে পাবিনে কোন সাথী।        

বন্ধু স্বজন থাকবে সবাই যখন থাকবে দেহের জোর  
সময় যখন নেবে কেড়ে কেউ রবে না তোর
পাবিনে সাড়া হাজার ডাকেও রাত হবে না ভোর  
আলোর দেখা পাবিনে তুই ভবের ঘরে সাজবি চোর।  

খুঁজে নে মন পথের সাথী অসময়ে যে ধরবে হাত
যারে ডাকলে পাবি সকল সময় দিন কিমবা রাত
ভবে যেদিন একলা এলি বুঝিসনি কে ছিল সাথে
ভুলে গেলি সেই সাথীরে ভবে এলি যার রথে।

মায়া মোহের জালের ফাঁসে বোধ হারিয়ে ঘুরিস পাটে
নকলে মন বিকিয়ে শান্তি খুঁজিস মাঠে ঘাটে  
ভেঙে তুই মনের তালা দ্যাখ তাকিয়ে কে বাজায় বাঁশি
বুঝিসনি মায়ার ঘোরে  সে ছিল তোর পাশাপাশি।  
  
সোনারপুর
৮/১২/২০২২