লজিক না মানাটাই যদি লজিকের মুখ্য ভাবনা হয়
বুঝি কি ? মানুষ অন্তরে ঠিক কতটা বদলে যায়
চোখে দেখে, কানে শুনেও মানুষ যখন এড়িয়ে যায়
জনি না তো, দেখিনি কিছু বলে নিজেকে বাঁচায়
কুতূহলী মুখগুলো হটাত সরে যায় জানালা বন্ধ হয়
সাক্ষী মেলে না ঘটনার, তখন ভাবি লজিক কারে কয় ?
মানুষ ভাগ হয়ে যাচ্ছে জটিল ছেদনে রক্তাক্ত প্রতিদিন
স্বপ্নের অপমৃত্যতে শবের দীর্ঘশ্বাস, সমাজ প্রায় অবিভাবক হীন
কার শবে কে চালাবে ছুরি এমন ভাবনা কেন ভাবায় ?
তাও জানি না, না জানাটাই অভ্যাসে পরিণত হয়েছে বোধহয়
না বোঝার ভান ক্রমশ জাঁকিয়ে বসছে সুস্থ সামাজিক চেতনায়
কিছু প্রলয় হাসির তান্ডবে পৃথিবী বেদখল, লজিক কোথায় ?
সোনারপুর
২৮/৪/২০২৩