বেঁচে থাকার হট্টগোলে মনের রসদ
যায় হারিয়ে
স্বপ্নে দেখা স্বর্ণালোক কারা যেন
দেয় নিভিয়ে
হ্যাঁচোড় প্যাঁচোড় দিবারাত্রে ক্লান্তি নামে
ঘাম ঝরিয়ে।

সোনারপুর
২৮/০৩/২২