বন্ধু শুনতে পাচ্ছো, গণতন্ত্রে আসন্ন উৎসবের কলরোল  
আস্তানা ছেড়ে বেরিয়ে পড়েছে মিষ্টি মিথ্যের ডামাডোল
কখনো রোদে কখনো ঠান্ডায়;  সবেতেই অমৃতের স্বাদ
আকাশে বাতাসে দুরন্ত সৌরভ, বাণীতে থাকে কি খাদ !
স্রষ্টা দিয়েছে মাত্র দুটি কান, কোনটা শুনবে ভুল না ঠিক
গুলিয়ে যাচ্ছে বোধহয় সবটাই, ভোট দিই বলি না ধিক।
যোগ্য বেকার কাঁদছে পথে পথে, যার নেই  মামা দাদা
বাবারও রেস্ত নেই, নেই জমিজমা, কোথায় পাবে টাকা ?  

সরকারী চাকরী হয় না, কিনে নিতে হয় চড়া দামে
উপযুক্ত ডিগ্রির দরকার নেই, যোগ্যতা দলের চাটুকার নামে
ভিতের বাঁধন আলগা হচ্ছে, আদর্শ নিভৃতে কাঁদছে ভাগাড়ে
সাদা পোশাকের নির্লজ্জতায় মানুষ দিকভ্রস্ট, ছুটছে নাগাড়ে।
উপযুক্ত মেধা লুটায় ধুলায়, লুটের টাকায় নেতা ওঠে ফুলে
শুরু থেকে শেষ বখরার হিসেব, পৌঁছে যায় কুলে কুলে
ভাষণে বলেন দরদী নেতা, হাতের  চিরকুটে মিথ্যার বুলি
যোগ্য মানুষের মূল্য শূন্য, তবুও প্রতিবাদ হীন পথে চলি।  

সোনারপুর
৪/২/২১