ফর্দ দিয়েছেন পুরুত মশাই, এখন ছাপানোই থাকে ঘরে
তিনকুড়ি পদের লম্বা ফর্দ, স্বর্গ প্রাপ্তির জন্য যদি করে
কেউ যদি বলে এতটা খরচ... যাবে কি করতে পারা
পুরুত বলে দেখ বাপু, প্রেতের কাজ সোজা নয় করা
খরচ বাঁচাতে চাইলে, সংসারে নামে অমঙ্গলের ধারা
স্বর্গ যাত্রা কম নয়, চাও কি প্রিয়জন হোক পথ হারা !
কৃপণতা ভালো নয় এ সব কাজে, বিপত্তির থাকে ভয়
আমিতো নিমিত্ত মাত্র, ভালো থাকবে; প্রেত যদি তুষ্ট হয়
যে ছিল অতি প্রিয়জন, এখন শত্রু হয়েছে সে তোমার
ভেবে দেখ কি করবে, ঘটলে অঘটন দায় নেই আমার
নতুন কিছুই নয়, যুগে যুগে এ বিচার মানছে সবাই
নমস্য ঋষি কুলের বিধান, কোথায় কি ভাবে কমাই।
কাকুতি মিনতিই সার, পুরুত মশাই দেখায় ধর্মের ভয়
জানে ভেঙে পড়বে মানুষ গুলো, এতেই আসবে জয়
পঞ্জিকায় মৃত্যুর সময় দেখে , বলেন অনেকটা পেয়েছে দোষ
কাটাতেই হবে উপায় নেই, না হলে প্রেতের বাড়বে রোষ
মঙ্গলের জন্যই নিয়মের এত কড়াকড়ি, একবারই তো হবে
এ কাজে ভাবতে নেই; ধারদেনা হলে শোধ হয়ে যাবে।
সোনারপুর
১০/০৫/২১