পৃথিবীর দিনপঞ্জিতে প্রতি মুহুর্তে অনিশ্চয়তাই জীবন
অনিশ্চয়তার আগল ভাঙা যাপনেই সে সুন্দর
আগে-পরে নয়, জয়ের লক্ষেই তার নিরন্তর গমন
পৃথিবীর দিনপঞ্জিতে প্রতি মুহুর্তে অনিশ্চয়তাই জীবন
আলাপ প্রলাপ বিবাদ বিচারে নেই থামার লক্ষ্যন
ডাঁইনে বাঁয়ে সামনে পিছনে দ্রুত অথবা মন্থর
পৃথিবীর দিনপঞ্জিতে প্রতি মুহুর্তে অনিশ্চয়তাই জীবন
অনিশ্চয়তার আগল ভাঙা যাপনেই সে সুন্দর।
সোনারপুর
৭/১০/২০২১