শব্দটা বিদঘুটে, অক্ষর গুনে গুনে গুণিতকে হিসেব হয়
রেট আছে নানা রকম কাব্যের বহরে গুরুত্ব অনুসারে
উদার প্রস্তাব মেলে প্রতিপদে, শুঁড়ি গাড়ী এক নয়
শব্দটা বিদঘুটে, অক্ষর গুনে গুনে গুণিতকে হিসেব হয়।
আনপড় ধোকা খায়, ফিসফাস বেকসুর প্রেরণা ময়
নৈতিকতার বোঝা বয় যারা চিরকাল তারাই মরে
শব্দটা বিদঘুটে, অক্ষর গুনে গুনে গুণিতকে হিসেব হয়
রেট আছে নানা রকম কাব্যের বহরে গুরুত্ব অনুসারে।
সোনারপুর
২/০৯/২০২২