চলো যাই মহাকাশে অনেক দূরের পথে; ধর এই বাড়ি থেকে ১৫ লক্ষ কিলোমিটার হবে
খুঁজতে বিগব্যাং-এর পরের অবস্থার অজানা অতীতকে, জানি না ঠিক কতটা জানা যাবে
আগে যে গিয়েছে সেও আছে ৬২৫ কিলোমিটার দূরে, তবে এই যাত্রার শেষ দ্বিতীয় লাগ্রাঞ্জে
বুঝলে না তো ! লাগ্রাঞ্জ হল একের আকর্ষণ অন্যের আকর্ষণকে যেখানে শূন্যে আনবে।
সোনারপুর
১৯/০৯/২০২১